চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে ঋণ নেয়ার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

Passenger Voice    |    ০৪:৪৯ পিএম, ২০২৩-০২-১৬


চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে ঋণ নেয়ার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ নেয়ার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যুব সমাজকে সুস্থধারার বিনোদন মাধ্যম উপহার দেয়ার লক্ষ্যে নতুন সিনেমা হল নির্মাণ, সংস্কার ও আধুনিকায়নে পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ নেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ গ্রহণের জন্য আবেদন করা যাবে।

এর আগে চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ নেয়ার সময়সীমা গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। তবে এ তহবিলের সিংহভাগ অব্যবহৃত থাকায় ও গ্রাহকরা ঋণ নিতে আগ্রহী হওয়ায় সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে তৃতীয় দফায় এ তহবিল থেকে ঋণ নেয়ার মেয়াদ বাড়ানো হলো।

এদিকে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের সিনেমা হলগুলো সংস্কার, আধুনিকায়ন ও নতুন সিনেমা হল নির্মাণের উদ্দেশে স্বল্প সুদে এক হাজার কোটি টাকার দীর্ঘ মেয়াদী ঋণ বা বিনিয়োগ প্রদানের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এ সময় জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এক হাজার কোটি টাকার তহবিল থেকে প্রথম ধাপে ৫০০ কোটি বিতরণ করা হবে। এছাড়া প্রথম ধাপের বিতরণ ও আদায় সুষ্ঠু হওয়া সাপেক্ষে দ্বিতীয় ধাপে ৫০০ কোটি টাকা বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

তবে বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ী, এ তহবিল থেকে একজন গ্রাহক ১০ কোটি টাকার বেশি ঋণ নিতে পারবেন না। আর ঋণের মেয়াদ হবে এক বছরের গ্রেস পিরিয়ডসহ ৮ বছর। এছাড়া এ তহবিলের অর্থ সিনেমা হলগুলো নিজেদের অন্য কোন কর্মকাণ্ডে ব্যবহার করতে পারবে না বলেও জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।


প্যা/ভ/ম